মারতে রাজি, মরতে রাজি না পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি প্রেম করতে রাজি, মারতে রাজি কিন্তু মরতে রাজি নন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে গায়ক, সুরকার প্রযোজক তাপসের কপিরাইট ক্রেডিট দিয়ে চিত্রনায়িকা পরীমণি একটি পোস্ট দেন।
সেখানে পরীমণি লিখেছেন, দশের পর তিনি আর গুনতে পারেন না। তার ডানে-বামে কে যে তার প্রেমিক সেটাও তিনি চিনতে পারেন না। এরপর বিখ্যাত ‘প্রেমের মরা জলে ডোবে না’ গানটির কথা স্মরণ করেছেন। সব শেষে তিনি বলেন, তিনি প্রেম করতে রাজি, মারতে রাজি কিন্তু মরতে রাজি না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত