প্রায় দেড়যুগ পর মোংলায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোংলা উপজেলা ও পৌর শাখায় দীর্ঘ ১৭ বছর পর জাতীয়তাবাদী যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় সংশ্লিষ্ট বিভাগীয় টিমের নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আলী আকবর চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, মহসিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খাঁন, নুরুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, সহ দপ্তর সম্পাদক এ্যাড আজিজুর রহমান প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত