বাগেরহাটে দায়িত্বরত এক পুলিশ সদস্যের মৃত্যু
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানায় দায়িত্বরত অবস্থায় মাসুদ আলী খান (৩৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গত বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাড়িতে করে ভ্রাম্যমাণ দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে, তার সহকর্মীরা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আকস্মিক মৃত্যু হওয়া পুলিশ সদস্য মাসুদ আলী খান গোপালগঞ্জের বোয়ালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, বিকেলে অন্যান্য সদস্যদের সঙ্গে মাসুদও ডিউটিতে গিয়েছিলো।
এসময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত