বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়কে আটক করেছে পুলিশ। গত বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রামপাল উপজেলার বড় দুর্গাপুর গ্রামের শলতেখালি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
আটককৃতরা হলেন, উপজেলা বড় দুর্গাপুর গ্রামের মৃত ইজার উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৬০) ও খুলনার মানিক শেখের স্ত্রী আশা বেগম (৩০)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে রামপাল থানা পুলিশের এস আই মোঃ শরিফুল ইসলাম তার ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার বড় দুর্গাপুর গ্রামের শলতেখালি নদীর রাস্তায় অবস্থান নেয়।
এসময় তল্লাশি করে ৩ কেজি ৭শত গ্রাম গাঁজা ও ৭৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে,মাদক ব্যাবসায়ী আয়েশা আটক হলেও পালিয়ে যায় তার স্বামী মানিক শেখ।
রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দিন জানান,আটককৃতরক চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তাদেরকে আজ কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সার্বক্ষণিক অব্যাহত আছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত