কোহলি-পোলার্ডদের কার্টুনে বিশ্বকাপের থিম সং (ভিডিও)

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫

সংযুক্ত আরব আমিরাতে চলছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এরপর একই ভেন্যুতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। আগামী ১৭ অক্টোবর গ্রুপ-বির ওমান এবং পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা ইভেন্টের। অর্থাৎ হাতের কড়ে এক মাসও বাকি নেই। এরইমধ্যে দল গুছিয়ে নিয়ে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো।

এদিকে বিশ্বকাপ আয়োজনের ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল টুর্নামেন্টের থিম সং। যার শিরোনাম ‘লিভ দ্য গেম’। এই গানের গোটা ভিডিও অ্যানিমেটেড চরিত্র দিয়ে চিত্রায়ণ করা হয়েছে।

ভারতের অমিত ত্রিবেদীর কম্পোজে গানটিতে দেখানো হয়েছে, সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সঙ্গে খেলছেন আর উল্লাসে মেতে উঠছেন। ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি, ক্যারিবীয় অধিনায়ক কায়রন পোলার্ড, আফগান লেগস্পিনার রশিদ খান, অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েলদের কার্টুন চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এই এনিমেশনে। এমিনেশনটি তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত