ফুটপাতে দাঁড়িয়েই পিৎজা খেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
করোনাভাইরাসসহ বিভিন্ন ইস্যুতে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। মঙ্গলবার থেকে শুরু হওয়া সাধারণ পরিষদের অধিবেশনে টিকা না নেওয়াদেরও প্রবেশাধিকার দিয়েছে জাতিসংঘ। তাই করোনার টিকার বিরুদ্ধে ধারাবাহিক মন্তব্য করা এই নেতা টিকা না নিয়েও জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন।
সোমবার ব্রাজিলের পর্যটনমন্ত্রী মাচাদো নেতোর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বোলসোনারোকে তার প্রতিনিধি দলের কয়েকজনের সঙ্গে ফুটপাতে দাঁড়িয়ে খেতে দেখা যায় বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। ইনস্টাগ্রামে দেওয়া ওই ছবির সঙ্গে লেখা ছিল, ‘চলো, কোকাকোলার সঙ্গে পিৎজা খাই।’
জানা গেছে, নিউইয়র্কের রেস্টুরেন্টে প্রবেশ করতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। কেননা, ঢুকতে হলে দেখাতে হয় টিকা নেওয়ার প্রমাণ।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের এ শহরে টিকা না নেওয়া বাসিন্দা ও পর্যটকদের চার দেয়ালের ভেতর কোনো রেস্তোরায় খেতে নিষেধাজ্ঞা দেওয়া আছে।
এদিকে টিকা না নেওয়া বোলসোনারোর ফুরফুরে মেজাজে নিউইয়র্কে ঘুরে বেড়ানো দেখে খেপেছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিয়ো। ব্রাজিলের প্রেসিডেন্টের এভাবে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ারও সমালোচনা করেছেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত