যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ১২

| আপডেট :  ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৬  | প্রকাশিত :  ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৬

যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসের কাছে একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। গুলি চালানোর পর বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার মেমফিসের পূর্বদিকে কোলিয়ারভিল উপশহরের ক্রোগের নামের একটি গ্রোসারি শপে এই হামলা চালানো হয়। খবর এএফপির

কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন সাংবাদিকদের বলেন, হামলার শিকার লোকদের মধ্যে ‘অনেকে গুরুতর আহত’ হয়েছেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে।

তিনি বলেন, এসডব্লিউএটি বাহিনীসহ একাধিক বাহিনী এলাকাটি সুরক্ষিত করার জন্য সুপারমার্কেটে সমবেত হয়েছে, পুলিশ ভবনটি খালি করতে সহায়তার জন্য কর্মচারী ও ক্রেতাদের বেড়িয়ে আসার নির্দেশ দেয়।

এই হামলায় দোকানটিতে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয় উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা কর্মকতারা সেখানে গিয়ে লোকদের ফ্রিজের মধ্যে এবং তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা অবস্থায় পান। এই হামলার ঘটনা এফবিআই এবং অন্যান্য সংস্থা তদন্ত করছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত