কলকাতার একাদশে সাকিবের সুযোগ পাওয়া আরো কঠিন হয়ে গেল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুবাই পর্ব শুরু হতেই অন্যরকম এক কলকাতা নাইট রাইডার্সের দেখা মিলেছে। প্রথম পর্বে যারা সাত ম্যাচে মাত্র দুটি ম্যাচে জিতেছিল তারাই দ্বিতীয় পর্বে নিজেদের খেলা দুই ম্যাচের দুটিতেই জিতেছে। প্রথম ম্যাচে বিরাট কোহলির বেঙ্গালুরুকে হারানোর পর বৃহস্পতিবার রাতে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।
মুম্বাইয়ের দেওয়া ১৫৬ রানের টার্গেট ২৯ বল বাকি থাকতেই টপকে যায় কলকাতা। তিনে নামা রাহুল ত্রিপাঠি ৪২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার ভেঙ্কটেস আইয়ার করেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন।
৪ ওভারে ২০ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে এই ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ফলে দলের বাইরে থাকা সাকিব আল হাসানের একাদশে ঢোকাটাও কঠিন হয়ে পড়ল। মূলত সাকিবের জায়গাতেই একাদশে সুযোগ পান নারিন।
আইপিএলে কোনো দলের একাদশে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলতে পারেন। সুনীল নারিন ভালো করায় আগামী কয়েক ম্যাচ কলকাতার একাদশে তার জায়গা নিশ্চিতই বলা যায়। অধিনায়ক এউইন মরগান তো খেলবেনই। এছাড়া ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেলকে কোনো দলই বসাতে চাইবে না। দলের আরেক বিদেশি হলেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন, তিনিও আজ দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেছেন ২টি উইকেট।
প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন নারিন। এছাড়া জিততে থাকা কোনো দলের ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার নজিরও ক্রিকেটে খুব কম। তাই কলকাতার একাদশে সাকিবের ঢোকাটা কঠিনই হয়ে পড়ল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত