বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব চালু হচ্ছে না আজ
দু’দিন পর থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করা সম্ভব হবে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, আরটিপিসিআর ল্যাব চালুর প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যার পর থেকেই বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মী এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে।
ল্যাবের নিরাপত্তা ও অন্যান্য বিষয়গুলো কারিগরি কমিটি পরির্দশন করেছে। এরপর বেবিচকে তারা রিপোর্ট দেবে। তবে শুরুতে ১০০ যাত্রী দিয়ে টেস্ট রান করা হবে। পরীক্ষা করে দেখা হবে সঠিক সময়ে রিপোর্ট দেয়া সম্ভব হয় কিনা।
সংযুক্ত আবর আমিরাতে প্রবেশের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। গত আগস্টে এমন শর্ত দেয় দেশটি। ফলে ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের তিনটি বিমানবন্দরে করোনা শনাক্ত পিসিআর ল্যাব বসানোর নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত