মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধন করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী

| আপডেট :  ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩০  | প্রকাশিত :  ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৯

 

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ১৮নং ওয়ার্ডের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা সড়ক শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শনিবার (২৫ সেপ্টেম্বর) মেয়র তার আলোচনায় তোফাজ্জল হোসেন , বাপ্পী ও গিয়াস উদ্দিন সাহেবের কথা স্মরণ করেন।

তিনি বলেন, এরা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মেয়র তার বক্তব্যে ২৭ টা ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলরদের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের সকল জেলায় একটি রোড হতে হবে বীর মুক্তিযোদ্ধাদের নামে। এমন কি তিনি বলেছেন যে, সিটি কর্পোরেশনের কবরস্থানে ১০ শতাংশ জায়গা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। যেখানে কিনা কোন মুক্তিযোদ্ধা যদি মারা যায় তাহলে সিটি কর্পোরেশন থেকে সেই কবর পাকা করে, সেখানে মুক্তিযোদ্ধার গেজেট, সেক্টর এর নাম লিখা থকেবে। অনুষ্ঠানের শেষের দিকে তিনি বলেছেন, আগামীতে যদি আমি আবারো নির্বাচিত হই তাহলে, ২৭ টা ওয়ার্ডে তিনি সকল মুক্তিযোদ্ধাদের নামের তালিকার স্তম্ভ করে দিবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত