ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র স্থিতিশীল রাখার ওপর জোর কোয়াড নেতাদের
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র স্থিতিশীল রাখার ওপর জোর কোয়াড নেতাদেরযুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র স্থিতিশীল রাখার ওপর জোর দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে কোয়াডের চার সদস্যদেশের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে জোর দেওয়া হয়।
প্রথমবারের মতো কোয়াডের নেতাদের সশরীরে বৈঠকে চার দেশের নেতারা করোনার টিকা, আঞ্চলিক অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও কম্পিউটারপ্রযুক্তিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর সরবরাহের বিষয় নিয়ে আলোচনা করেন। খবর এএফপির।
বৈঠকের শুরুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলো স্বাধীনতার পক্ষে। তাই আমরা স্বাধীন ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল চাই। মুক্ত গণতান্ত্রিক পরিবেশেই শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে উঠতে পারে।’
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, ‘এ বৈঠকের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মধ্যে সংহতি আরও শক্তিশালী হবে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘কোয়াডভুক্ত চার প্রধান গণতান্ত্রিক দেশের পারস্পরিক সহযোগিতার ইতিহাস রয়েছে। কিভাবে কোনোকিছুর সমাধান করতে হয় সেটা আমরা জানি। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এ জোটের মধ্য দিয়ে কোয়াডভুক্ত দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা আরও জোরদার হবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত