উত্তরায় কল্যাণ পার্টির গণযোগদান অনুষ্ঠান পণ্ড
পুলিশের নির্দেশে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অসহযোগিতায় গণযোগদান অনুষ্ঠান ভেস্তে যাওয়ার অভিযোগ করেছে কল্যাণ পার্টি।
আজ বিকেলে রাজধানীর উত্তরাতে ফুগল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শুরু হয়। কিন্তু কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রধান অতিথির বক্তব্য দেয়া শুরু করতেই বাধে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের মাঝখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তখন তাদের পুলিশের অনুমতি থাকার বিষয়টি অবহিত করে কল্যাণ পার্টি।
উত্তরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, পুলিশের নির্দেশেই বন্ধ করে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এসময় দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম।
পরে ডিবিসি নিউজকে টেলিফোনে তিনি জানান, রাজনৈতিক অনুষ্ঠানে বাধা দেয়া অত্যন্ত দুঃখজনক। বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টিতে জামায়াতে ইসলামী ছেড়ে গড়ে তোলা এবি পার্টির কিছু নেতাকর্মীর যোগদানের কথা ছিল এ অনুষ্ঠানে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত