বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

| আপডেট :  ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭  | প্রকাশিত :  ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করে লিফলেট বিতরণ করেছে এলাকাবাসী। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ মিছিলের আয়োজন করে এলাকাবাসী। তখন উপস্থিত জনগণ হাতে ঝাড়ু ও জুতা নিয়ে স্লোগান দিতে দিতে গুলিয়াখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া বক্তব্য রাখেন রফিকুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আশ্রাফ আলী হাওলাদার, জোসনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে মামলায় বাদী হয়ে নির্বাচন বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। তার দায়েরকৃত মামলাটি অবিলম্বে প্রত্যাহারসহ দ্রুত নির্বাচনের জন্য জোর দাবী জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত