আজকের ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৮তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ধোনির চেন্নাই। অন্যদিকে, সমান ম্যাচে কলকাতার পয়েন্ট ৮, রয়েছে চার নম্বর অবস্থানে। তাই আজকের ম্যাচে জয়টি খুব দরকার নাইটদের। গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও হয়তো একাদশের বাইরে থাকবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
আইপিএলে কোনো দলের একাদশে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলতে পারেন। সুনীল নারিন গত ম্যাচে ভালো করায় এ ম্যাচেও কলকাতার একাদশে তার জায়গা নিশ্চিতই বলা যায়। অধিনায়ক এউইন মরগান তো খেলবেনই। এছাড়া ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেলকে কোনো দলই বসাতে চাইবে না। দলের আরেক বিদেশি হলেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন, তিনিও গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেছেন ২টি উইকেট।
প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন নারিন। এছাড়া জিততে থাকা কোনো দলের ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার নজিরও ক্রিকেটে খুব কম। তাই কলকাতার একাদশে সাকিবের ঢোকাটা কঠিনই হয়ে পড়ল।
দুদলের সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস: ফাফ দু প্লেসি, রুতুরাজা গাইকওয়াদ, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মেহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজেলউড।
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেস আয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, এউইন মরগান, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লোকি ফার্গুসন, বরুন চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত