শ্রীলংকা সফরে যুবাদের সূচি প্রকাশ
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১৫ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশের যুবারা। করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই হবে এই সিরিজটি। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সিরিজের ম্যাচগুলো হবে ১৫, ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি। সদ্যই দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।
ওয়ানডে সিরিজ জিতলেও, আফগানদের কাছে একটি চারদিনের ম্যাচে হেরে যায় বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বেশ কিছুদিন ধরেই কলম্বোতে প্রস্তুতি ক্যাম্প করছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। প্রধান কোচ সাবেক ব্যাটসম্যান আবিষ্কা গুনাবর্ধনে, ব্যাটিং কোচ ধাম্মিকা সুদর্শন, ফিল্ডিং কোচ সাবেক অলরাউন্ডার উপুল চন্দনা, স্পিন কোচ সাচিথ পাাথিরানা ও পেস বোলিং কোচ সাবেক পেসার চামিলা গামাগে দলটির কোচিং স্টাফে আছেন।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে ২০১৯ সালে সর্বশেষ শ্রীলংকা সফর করেছিলো বাংলাদেশ যুব দল।
বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সূচি :
১৫ অকেক্টাবর : প্রথম ওয়ানডে-
১৮ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে
২০ অক্টোবর : তৃতীয় ওয়ানডে
২৩ অক্টোবর : চতুর্থ ওয়ানডে
২৫ অক্টোবর : পঞ্চম ওয়ানডে
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত