দুমকিতে সিনিয়র সচিবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
জুবায়ের ইসলাম,দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রম ও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক পদায়নের আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মাঝে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার ও পটুয়াখালী সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত