বাংলাদেশিদের রবিবার থেকে এনওসি দেওয়া হবে

করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গে রবিবার (১৬ মে) থেকে ১৪ দিনের লকডাউন কার্যকর হচ্ছে। সেখানে অবস্থানকারী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য পুনরায় নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) রবিবার থেকেই ইস্যু করবে কলকাতায় বাংলাদেশ মিশন।
এ বিষয়ে কলকাতা মিশনের প্রধান তৌফিক হাসান শনিবার (১৫ মে) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সরকারি নির্দেশে ৮ মে থেকে এনওসি দেওয়া বন্ধ রেখেছিলাম। কিন্তু এটি আবারও কাল (রবিবার) থেকে চালু হবে।’
এ পর্যন্ত প্রায় তিন হাজার ২ শ’ এনওসি ইস্যু করা হযেছে জানিয়ে তিনি বলেন, ‘এরমধ্যে বেনাপোল বন্দর দিয়ে পার হয়েছেন তিন হাজার ৭৭ জন।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত