লিভারপুলকে কাঁপিয়ে দিল ব্রেন্টফোর্ড

| আপডেট :  ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬  | প্রকাশিত :  ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬

৭৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলছে ব্রেন্টফোর্ড। আর্সেনালকে হারানোর মাধ্যমে প্রিমিয়ার লিগের শুরু করেই বুঝিয়েছিল তলানিতে থাকতে আসেনি তারা। সেটা আবার প্রমাণ করল নিজেদের মাঠে শিরোপাপ্রত্যাশী দল লিভারপুলকে কাঁপিয়ে। দুইবার পিছিয়ে গিয়েও ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে ম্যাচ শেষ করে মৌমাছিরা। ৬ ম্যাচ শেষে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৯-এ। আর ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে অপরাজিত লিভারপুল।

ব্রেন্টফোর্ড স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল ইউর্গেন ক্লপের দল। তবে ছেড়ে কথা বলেনি ব্রেন্টফোর্ড। ২৭ মিনিটে গোলের তালা ভাঙে স্বাগতিকদের মাধ্যমেই। গোল করেন ইথান পিনোক। অবশ্য চার মিনিট পরই সমতা আনেন দিয়োগো জটা। বিরতির পর মোহামেদ সালাহ ও কুর্তিস জোনসের গোলে দুইবার এগিয়ে যায়। কিন্তু দুইবারই ভিটালি জ্যানেট ও ইয়োয়ানে ভিসের গোলে সমতা ফেরাতে সফল ব্রেন্টফোর্ড।

লিগের অন্যতম সেরা ডিফেন্স দুর্গকে তিন তিনবার পরাস্ত করে যেন বিশ্বাসই হচ্ছে না ব্রেন্টফোর্ড কোচ থমাস ফ্রাঙ্কের। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নশিপে এই স্বপ্নই দেখেছিলাম। এই ম্যাচ চিরজীবন মনে রাখব আমরা। লিগের সেরা ডিফেন্সের বিপক্ষে তিন গোল করেছি আমরা এবং বিশ্বাস করি আরো ভালো করতে পারব। আমি পাগল হয়ে গেছি একই সঙ্গে গর্বিত।’

প্রিমিয়ার লিগে আনকোড়া দলটির প্রশংসা করেছেন ক্লপও, ‘চার থেকে ছয়টি গোল করা উচিত ছিল আমাদের। তবে তিনটি গোল তাদের প্রাপ্য ছিল এবং চারটিও হতে পারত। তারা খুব ভালো খেলেছে এবং এই কারণেই পয়েন্ট প্রাপ্য তাদের।’

রিয়ালকে রুখে দিল ভিয়ারিয়াল

পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে থাকার সুযোগ ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ তা আর পারল কই। সান্তিয়াগো বের্নাব্যুতে তাদের রুখে দিল ভিয়ারিয়াল। গোলশূন্য ড্রয়ের ম্যাচে ১৫ শটের মধ্যে গোলমুখে রিয়ালের শট ছিল মাত্র ২টি। সমান শট রিয়ালের গোলমুখে নেয় ভিয়ারিয়ালও। গোলবার অক্ষত রাখার পর রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, ‘অম্লমধুর এক পয়েন্ট। কারণ ঘরের মাঠে আপনি প্রতিপক্ষের বিপক্ষে তিন পয়েন্ট চাইবেন। শুধু এক পয়েন্ট আমরা চাইনি।’

পিএসজির আটে আট

সবশেষ দুই ম্যাচে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছিল। তবে পরশু মপলিয়েকে সহজেই হারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে ২-০ গোলের জয়ে লিগ ওয়ানে এখনো পর্যন্ত হার বা ড্রয়ের মুখ দেখেনি নেইমাররা। গোল দুটো করেন ইদ্রিসা গে ও ইউলিয়ান ড্রাক্সলার। আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত