গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গোপালগঞ্জে মানববন্ধন, র্যা লী ও আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রজেক্ট এবং নাগরিক সংগঠন সুজনের যৌথ উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে থেকে একটি র্যাগলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধধন কর্মসূচী পালন করা হয়। এসময় মানববন্ধনকারীরা অবাধ তথ্য সরবরাহের জন্য বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দু রায়, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপক চন্দ্র হালদার, জেলা তথ্য অফিসার মুইনুল ইসলাম, সুজন প্রতিনিধি মো: ইনছান উদ্দিন মোল্যা, সাংবাদিক প্রসূন মন্ডল, এসএম নজরুল ইসলাম, সৈয়দ মিরাজুল ইসলাম, স্বর্ণকলি স্কুলের স্কাউট লিডার ফাইম আহমেদ, সদস্য রায়হান প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মসূচীতে বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত