জার্মানির নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত ১৮ প্রার্থী বিজয়ী

| আপডেট :  ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪  | প্রকাশিত :  ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪

জার্মানিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত ১৮ প্রার্থী আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর ডেইলি সাবাহর। তুর্কি বংশোদ্ভূতদের মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসপিডি) হয়ে জয় পেয়েছেন ৯ জন। গ্রিন পার্টির হয়ে জয় পেয়েছেন পাঁচজন। আর তিনজন নির্বাচিত হয়েছেন জার্মান লেফট পার্টি থেকে। অপর আইনপ্রণেতা হলেন— তুরস্কের বংশোদ্ভূত গ্রিসের নাগরিক তাকিস মেহমেত আলী।

এর আগে জার্মানির ১৪ জন আইনপ্রণেতা ছিলেন তুরস্কের বংশোদ্ভূত। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তুরস্কের বংশোদ্ভূত শতাধিক প্রার্থী অংশ নেন।

নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনে এসপিডি পেয়েছে ২৫.৭ শতাংশ ভোট। অন্যদিকে মেরকেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) ও তার শরিক দল পেয়েছে ২৪.১ শতাংশ ভোট।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত