সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

| আপডেট :  ১৬ মে ২০২১, ০৫:০৫  | প্রকাশিত :  ১৬ মে ২০২১, ০৫:০৫

আগামীকাল ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নারায়ণগঞ্জ, ফতুল্লা, মুন্সিগঞ্জসহ আশেপাশের এলাকা। রবিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়। বিজ্ঞপ্তি জানানো হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএস-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে সোমবার (১৭ মে) সকাল ৮টা হতে ১৮ মে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা , মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও আশেপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আবার কোথাও কোথাও গ্যাসের চাপ কম থাকবে।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত