আইপিএলে নতুন দুই দলের নাম ঘোষণা অক্টোবরে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার আটটি দল অংশ নিচ্ছে। আগামী আসর থেকে দলের সংখ্যা আরও দুটি বাড়ানো হচ্ছে। আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিক হতে দরপত্র জমা দেওয়ার জন্য ১০ লাখ টাকা লাগবে। ৫ অক্টোবর পর্যন্ত এ দরপত্র জমা দেওয়ার যাবে।
নতুন দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। আগে বেসপ্রাইস ছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যে চূড়ান্ত তালিকা বেছে নিয়েছে, তাতে ছয়টি শহর রয়েছে। এই ছয় শহরের মধ্যে রয়েছে গোয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লখনৌ ও ধর্মশালা।
মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আইপিএল শেষের পরপরই আগামী ২৫ অক্টোবরই দুই নতুন দলের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি তারা আরও জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত মিডিয়া স্বত্ব ঘোষণা করা হবে।
বিসিসিআই সূত্রে জানা যায়, ২০২২ সালে আহমেদাবাদের নামে একটি দলের অন্তর্ভুক্তি ঘটতে পারে। আর দ্বিতীয় দল হিসেবে পুনে ও লখনৌয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত