মোস্তাফিজের মতো করে জ্বলতে পারছে না রাজস্থান

| আপডেট :  ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২  | প্রকাশিত :  ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২

টানা তিন হার, আরেকটা হারে আইপিএলের চলতি আসরে প্লে-অফে খেলার পথ ধূসরই হয়ে গেছে মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালসের। টাইগারদের বাঁহাতি পেসার অবশ্য উজ্জ্বল সময় কাটাচ্ছেন মাঠে। কিন্তু কাটার মাস্টারের মতো করে জ্বলতে পারছে না রাজস্থান। নিজেদের সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালস। শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৪৯ রান জমিয়েছিল রয়্যালসরা। জবাব দিতে নেমে ১৭ বল আর ৭ উইকেট অক্ষত রেখে লক্ষ্য ছুঁয়েছে বেঙ্গালুরু।

ফিজ ছিলেন আপন মহিমায়। ৩ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। নিজের প্রথম ওভারে দুটি বাউন্ডারি হজম করেন। নিজের পরের ওভারে উইকেট তোলেন। দারুণ ফিল্ডিংও করেছেন তিনি। ম্যাক্সওয়েলের শটে নিশ্চিত পাঁচ রান বাঁচিয়েছেন একবার, বাউন্ডারির উপর দিয়ে যেতে থাকা বল আটকে। পরে নিজের তৃতীয় ওভারে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেটটি।

আরব আমিরাতে চলতি আসরে আইপিএলের পয়েন্ট টেবিল এখন এমন। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে দুইয়ে দিল্লি ক্যাপিটালস।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ ম্যাচে ১৪ পয়েন্টে তিনে। সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স সমান ম্যাচে ১০ পয়েন্টে টেবিলের চারে। তাদের সমান ম্যাচ ও পয়েন্টে রানরেটে পিছিয়ে পাঁচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

১১ ম্যাচে ৮ পয়েন্টে টেবিলের ছয়ে পাঞ্জাব কিংস। সমান ম্যাচ সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে সাতে মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস। তলানির দল সানরাইজার্স হায়দরাবাদ, ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট তাদের।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত