কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের বর্ষপূর্তিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
নারায়ণগঞ্জ জেলার কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের আজ বর্ষপূর্তিতে এলাকার জনগনদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সকাল ৮টা থেকে বাংলাবাজার লেকপাড়ে এই কার্যক্রম শুরু করা হয়। মসজিদে মাইকিং করা হয়েছে সকাল থেকেই। অনেক জায়গা থেকে পুরুষ – মহিলা এসে তাদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করিয়ে যায়।
কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এই মানবিক কাজে ছিলেন। এই ফেসবুক ভিত্তিক গ্রুপটি দীর্ঘ একটি বছর রক্ত নিয়েই কাজ করে যাচ্ছিলো। মানবিক এই কাজে সকল সেচ্ছাসেবক তাদের সর্বাত্বক সেবা দিয়ে থাকেন।
এলাকায় যখনই কারো রক্তের প্রয়োজন দেখা দেয় তখনই এই গ্রুপটি তাদের পাশে এসে দাড়ায়। গ্রুপের নেতৃবৃন্দরা জানান আগামীতে তাদের আরো কিছু নতুন পরিকল্পনা আছে। সকলের কাছে দোয়া চেয়েছেন গ্রুপটির সকল সদস্য।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত