বাগেরহাটে ইউপি নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা সাধারণ নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসি। রবিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় ঘন্টাব্যাপি সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজার এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এসময় সড়কে যানযট সৃষ্টি হলে ৫ টার দিকে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন।
প্রথম ধাপের তফশীলে নিশান বাড়িয়া ইউপি নির্বাচন হওয়ার কথা থাকলেও ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু আওয়ামী লীগ দলীয় নমিনেশন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। পরে প্রার্থীতা প্রত্যাহার করে সীমানা নির্ধারণ নিয়ে তিনি আদালতে একটি মামলা করেন। মামলার আদেশে নির্বাচন স্থাগিত করা হয়।
অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম মল্লিক, পারভিন বেগম ও ফরিদা বেগম প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত