বাঁচা-মরার ম্যাচে সাকিবকে নিল কলকাতা
আইপিএলের দুবাই পর্বে একের পর এক ম্যাচ মাঠের বাইরে কাটানোর পর অবশেষে কলকাতা নাইট রাইডার্স একাদশে সুযোগ পেলেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজ রবিবার বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়েই মাঠে নেমেছে নাইটরা। সাকিবকে জায়গা দিতে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের টিম সেইফহার্ট। টস জিতে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামনসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচটি কলকাতার জন্য ‘মাস্ট উইন’। শেষ চারে ওঠার দৌঁড়ে টিকে থাকতে হলে কলকাতাকে জিততেই হবে। অন্যদিকে প্লে অফ থেকে ছিটকে যাওয়া হায়দরাবাদের কাছে এটা নিছকই নিয়মরক্ষার ম্যাচ। তাদের দলেও আছে একটি পরিবর্তন। তরুণদের সুযোগ দেওয়ার মিশনে সন্দ্বীপ শর্মার জায়গায় সুযোগ পেয়েছেন কাশ্মীরের ক্রিকেটার উমরান মালিক। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে কলকাতা। আর ১১ ম্যাচে মাত্র ২টি জয় হায়দরাবাদের।
কলকাতা নাইট রাইডার্স একাদশ : শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, এইউন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, উমরান মালিক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত