রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল, ফ্লাইটের নতুন সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশে ক্রিকেট দল। ওমানে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় শাহীনের কারণে দেশটির বিমান বিমানবন্দরের ফ্লাইটের সূচিতে বদল আনা হয়েছে। আর এই কারণে বাংলাদেশ দলের যাত্রা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।
সন্ধ্যায় জানা গেল, মাসকট বিমানবন্দরে বিমান অবতরণে কোনো সমস্যা নেই। তাই বাংলাদেশ ক্রিকেট দলের রবিবার রাতে মাসকট যাত্রায়ও কোনো বাধা নেই। বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে জাতীয় দলের আজ রাতে ওমান যাওয়ার কথা। ফ্লাইটের নতুন সময় সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আকাশে উড়বে। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ও ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তারা জানান, আমরা যে যার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছি। রাত সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের ঢাকা-মাসকট ফ্লাইটে যাবে জাতীয় দলের বহর। প্রথমে শোনা গিয়েছিল, চার্টার্ড বিমানে মাসকট যাবে জাতীয় দলের বহর। পরে সিদ্ধান্ত বদলেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটেই ওমান যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত