শরিয়তপুর জেলেদের মাঝে সিজিএফের চাউল বিতরণ
অদ্য ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে শরিয়তপুর জেলা নড়িয়া উপজেলা উপজেলা পদ্মা নদীর তীর সুরেশ্বর পয়েন্টে জেলেদের মাঝে সিজিএফে এর চাউল বিতরণ করেন জেলে সম্প্রদায় মা ইলিশ রক্ষায় সাক্ষ্য দেয় মা ইলিশ ধরা অব্যাহত রাখেন জেলেদের তালিকা সংশোধন করার জন্য দাবি করেছেন জেলের প্রতিনিধিরা।
নড়িয়া উপজেলা সুরেশ্বর পয়েন্টে থেকে নড়িয়া ঘাট পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন জেলে ধরার জন্য বিস্রত পদ্মা নদীর মধ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন।
শরিয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান মহোদয়. উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট. ও উপজেলার নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান. জেলা মৎস্য কর্মকর্তা. শরিয়তপুর. অফিসার ইন চার্জ নড়িয়া থানা এবং নৌ পুলিশ উপজেলা মৎস্য কর্মকর্তা। রুপালী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ মোবাইল কোট অভিযান বাস্তবায়ন করায় শরিয়তপুর জেলার জেলে সম্প্রদায় সকল জেলে মাঝি প্রতিনিধিদের সতর্ক সংকেত জানানো হয়েছে নৌকা বোর্ড টলার নদীতে কার্নেট জাঁল দিয়ে ইলিশ মাছ ধরা অথবা ক্রয় বিক্র সমান অপরাধ অতিরিক্ত পুলিশ সুপার কর্মকর্তা। মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তর শরিয়তপুর।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত