সাকিব না মোস্তাফিজ, কে খেলবেন প্লে অফে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে ইতোমধ্যেই প্লে অফে খেলা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের চলমান ১৪তম আসরের শেষ চারে খেলার দৌড়ে আছে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স, লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস, মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়েলস ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। এই চারটি দল এখনো প্লে অফের রেসে আছে।
তবে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে পাঞ্জাব কিংস একটু চাপের মধ্যে আছে। তাদের জন্য প্লে অফে খেলা বেশি কঠিন। বাকি তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এই মুহূর্তে সাকিব আল হাসানদের কলকাতার অবস্থা তুলনামূলক ভালো।
গত রোববার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে সবচেয়ে ভালো পজিশনে আছে কলকাতা। সাকিবরা যদি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মোস্তাফিজদের রাজস্থান রয়েলসকে হারাতে পারে তাহলে তাদের প্লে অফ নিশ্চিত। সেই হিসাবে শেষ ম্যাচটি কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়েলস এ মুহূর্তে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে রয়েছে। তাদের খেলতে হবে আরও দুটি ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স ও নাইট রাইডার্সের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে সরাসরি প্লে অফে চলে যাবে রাজস্থান।
মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা রাজস্থান রয়েলসের মতোই। তাদেরও শেষ দুই ম্যাচে রাজস্থান আর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততে হবে। তাহলেই প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পাঞ্জাব কিংসের সম্ভাবনা ক্ষীণ। নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি কলকাতা, রাজস্থান ও মুম্বাইয়ের পরাজয় কামনা করতে হবে তাদের। রানরেট ভালো অবস্থানে থাকতে হবে। তাহলেই হয়তো শেষ চারে যেতে পারে পাঞ্জাব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত