দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচলা সভা

| আপডেট :  ০৫ অক্টোবর ২০২১, ১০:০৪  | প্রকাশিত :  ০৫ অক্টোবর ২০২১, ১০:০৪

জুবায়ের ইসলাম, দুমকি পটুয়াখালী থেকে: শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় দুমকি উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্যর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি আজিজ আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আহসানুল হক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ।,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক জাকির হোসেন খান, আহমেদ হারুন টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, আপতুননেছা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বেসরকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ সমন্বয়ক ও টেকনিক্যাল বিএমএ মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন। বক্তারা বেসরকারি শিক্ষকদের বিভিন্ন অধিকার এবং দাবি-দাওয়া তুলে ধরে অনতিবিলম্বে সরকারকে মেনে নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত