আইপিএলে খেলে বিশ্বকাপ শেষ কারানের, কপাল খুললো তারই ভাইয়ের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে চোট পান স্যাম কারান। এ থেকে সেরে উঠেননি তিনি। ফলে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার। মঙ্গলবার (৫ অক্টোবর) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, চলতি মাসে পর্দা উঠতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না কারান। এখনও পুরোপুরি চোট থেকে সেরে উঠেননি তিনি।
তবে এতে কপাল খুলছে তারই বড় ভাই টম কারানের। অবশ্য আগে থেকেই রিজার্ভ স্কোয়াডে ছিলেন তিনি। ইংলিশ মূল স্কোয়াডে টম ঢুকে পড়ায় রিজার্ভে সুযোগ পেয়েছেন পেসার রিস টপলি।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিলেন স্যাম কারান। চোট থেকে সেরে না ওঠায় এখানেও খেলা হচ্ছে না তার। শিগগির দেশের উদ্দেশে উড়াল দেবেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত