মোংলা বন্দরে নোঙ্গর হলো আটকে পড়া ২ জাহাজ

| আপডেট :  ০৬ অক্টোবর ২০২১, ০১:৩০  | প্রকাশিত :  ০৬ অক্টোবর ২০২১, ০১:৩০

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: পাঁচ দিন পরে মোংলা সমুদ্র বন্দরে নোঙ্গর করেছে আটকে থাকা দুটি বিদেশি বানিজ্যিক জাহাজ। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে জাহাজ দুটি নোঙ্গর করেছে বলে জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরুদ্দিন।

এর আগে নাব্যতা সংকটের কারণে পাঁচদিন ধরে আটকে ছিল পানামা পতাকাবাহী ‘এম,,ভি সিএস ফিউচার’ হারবাড়িয়া -১০ ও টুভ্যালু পতাকাবাহী ‘এম,ভি পাইনির ড্রিম’ হারবাড়িয়া-১১ নামের দুটি বিদেশি জাহাজ। ঘটনাস্থলের সংকট নিরসনে গত ৩ অক্টোবর একটি ড্রেজার পাঠিয়ে সেখানে খনন করার পর হাড়বাড়িয়ায় উঠে এসেছে জাহাজ দুটি।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে পানামা পতাকাবাহী এমভিসিএস ফিউচার জাহাজ এবং ১ অক্টোবর ১১ হাজার মেট্রিক টন সিরামিক পণ্য নিয়ে আসা টুভ্যালু পতাকাবাহী এমভি পাইনিয়র ড্রিম মোংলা বন্দরের আউটারবারে এসে পৌছায়। কিন্তু নাব্যতা সংকট থাকায় বন্দরের জেটিতে প্রবেশ করতে পারেনি জাহাজ দুটি।

‘জাহাজ দুটি আটকে থাকা অবস্থায় সেখান থেকে কিছু পণ্য খালাস করা হয়। যার ফলে স্বাভাবিকভাবে জাহাজ কিছুটা উচু হয়। ড্রেজিং ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে বিকেলের দিকে হাড়বাড়িয়ায় পৌছেছে জহাজ দুটি । সেখান থেকে পণ্য খালাস শেষে জাহাজগুলো আবার গন্তব্যে ফিরে যাবে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত