মোংলায় ডুবে গেলো সার বোঝাই কার্গো জাহাজ

| আপডেট :  ০৮ অক্টোবর ২০২১, ০৮:০১  | প্রকাশিত :  ০৮ অক্টোবর ২০২১, ০৮:০১

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলার পশুর নদীর কাইনমারী এলাকায় ‘এম ভি দেশ বন্ধু’ নামে সার নিয়ে একটি কার্গো (লাইটার) জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৮অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা ১০ নাবিক সাঁতার কেটে নদীর পাড়ে উঠে যায়।

দুর্ঘটনা কবলিত ‘জাহাজের মাষ্টার মোঃ রিয়াদ আলী মোল্লা বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা বিদেশী জাহাজ থেকে ৮শ ৫০ মেট্রিক টন ড্যাপ সার নিয়ে কার্গো জাহাজ এম,ভি দেশবন্ধু। বৃহস্পতিবার রাতে সার বোঝাইয়ের পর কার্গোটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়।পথিমধ্যে শুক্রবার দুপুরে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবো চরে আটকে যায়। এরপর সেখানে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।

জাহাজটির ব্রিজের কিছু অংশ দেখা গেলেও বাকী পুরো অংশই নদীতে নিমজ্জিত রয়েছে। জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত