গোপালগঞ্জে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

| আপডেট :  ০৯ অক্টোবর ২০২১, ০৪:৪২  | প্রকাশিত :  ০৯ অক্টোবর ২০২১, ০৪:৪২

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে তিন শতাধিক অসহায়, দরিদ্র ও দু:স্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং খাদ্য বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নীল আলো ফাউন্ডেশন বাংলাদেশ।

‘যতদিন দেহে আছে প্রাণ মানবতার জন্য লড়ে যান’ এ প্রতিপাদ্য নিয়ে আজ সকালে জেলা শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে চারজন চিকিৎসক ও ১০জন মেডিকেল শিক্ষার্থী জেলার তিন শতাধিক দরিদ্র ও দু:স্থ মানুষকে রক্ত পরীক্ষা, ওজন পরিমাপ, প্রেসার নির্ণয়, ডায়বেটিকস্ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দেয়া হয়। পরে এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষধ বিতরণ করেন তারা।

এছাড়া দেড়শ অসহায়-দু:স্থদের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি এম এ হাইউম সৌরভ, সহ সভাপতি সংগীতা ওঝা, সাধারন সম্পাদক সুরভী শরীফসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত