আইপিএলের প্লে-অফে যে যার মুখোমুখি

| আপডেট :  ০৯ অক্টোবর ২০২১, ০৫:৪৬  | প্রকাশিত :  ০৯ অক্টোবর ২০২১, ০৫:৪৬

শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্ব শেষে চারটি দল নিশ্চিত করেছে প্লে-অফে খেলা। এই চারটি দল হচ্ছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। বাদ পড়েছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস, বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে দিল্লি ক্যাপিটালস। এরপরই রয়েছে চেন্নাই সুপার কিংস। কোহলির বেঙ্গালুরু তৃতীয় হয়েছে। আর পয়েন্ট তালিকার চার নম্বর দলটি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।

প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চেন্নাই ও দিল্লি। ওই ম্যাচে বিজয়ী দলটি উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলটির সামনে সুযোগ থাকবে আরও একটি। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও কলকাতা। বেঙ্গালুরু ও কলকাতার মধ্যকার ম্যাচে জয়ী দলটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলটির বিপক্ষে খেলবে। সেখান থেকে বিজয়ী দলটি উঠে যাবে ফাইনালে।

একনজরে প্লে-অফের সূচি

কোয়ালিফায়ার-১: দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস
সময়: ১০ অক্টোবর, রাত ৮টা।

এলিমিনেটর: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স
সময়: ১১ অক্টোবর, রাত ৮টা।

কোয়ালিফায়ার-২: কোয়ালিফায়ার-১ এ পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল।
সময়: ১৩ অক্টোবর, রাত ৮টা।

ফাইনাল: কোয়ালিফায়ার-১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার-২ এ বিজয়ী দল।
সময়: ১৫ অক্টোবর, রাত ৮টা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত