লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ১৫ কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

| আপডেট :  ০৯ অক্টোবর ২০২১, ০৯:৫০  | প্রকাশিত :  ০৯ অক্টোবর ২০২১, ০৯:৫০

অহিদুর রহমান মানিক, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক জেলা প্রশাসনের ১৫ জন কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা শনিবার (৯ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

সমিতির জেলা শাখার সভাপতি সিরাজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তহিদুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন, কালেক্টরেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহসিন কবির ভৃঁইয়া, মাসুম কবির, মো: আনোয়ার হোসেন, নুর আলম চৌধুরী, ওবায়েদুল হক, আবদুল মালেক, আবু তাহের প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদায়ী জেলা প্রশাসনের কর্মচারী মো: ওবায়েদুল হক, পরিমল চন্দ্র পাল, হোসেন আহমদ, শাহাব উদ্দিন, অলি উল্যা, গোলাম মাওলা, আবদুল মালেক.দুলাল হোসেনসহ ১৫ কর্মচারীর হাতে সম্মাননা হিসেবে ক্রেষ্টসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত