দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামাল
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিচিতিজন, দলীয় নেতাকর্মীসহ যারা অসুস্থতার সময় দোয়া করার পাশাপাশি খোঁজ খবর নিয়ে পাশে থেকেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। শনিবার (৯ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তিনি গণমাধ্যমের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, আমার পাশে থেকে আপনারা সকলেই আমাকে ঋণী করে ফেলেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমার প্রতি এই ভালোবাসার প্রতিদান জানি দেয়ার মত নয় তবুও আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো। আমি এখন আপনাদের দোয়ায় সুস্থ তবে ডাক্তার আমাকে আগামী ৩ মাস অবজারভেশনে রেখেছেন। যদি তিনি আমাকে ছাড় দেন আমি দেশে ফিরে আসবো। তবে খুব বেশী দেরী নয় আর শিগ্রই মাতৃভূমির ঘ্রাণ নিতে আসছি। তিনি সবাইকে তার ও তার পরিবারের জন্য দোয়ার আহবান জানিয়েছেন এবং সকলের প্রতি সীমাহীন ভালোবাসা ব্যক্ত করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত