ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে কারাদন্ড ১

| আপডেট :  ১০ অক্টোবর ২০২১, ০৯:১৩  | প্রকাশিত :  ১০ অক্টোবর ২০২১, ০৯:১৩

দুলাল সাহা, ঝালকাঠি থেকে: ঝালকাঠির রাজাপুরে প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে আব্দুল মান্নান সিকদার (৫৯) নামে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান সিকদার পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত আব্দুল হামেদ সিকদারের ছেলে।

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাদুতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় ২০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত