ফাইনালে উঠতে চেন্নাইকে বড় স্কোরের টার্গেট দিল দিল্লি
প্রথম কোয়ালিফায়ার, যে দল জিতবে তারাই সবার আগে নাম লেখাবে আইপিএলের ফাইনালে। দুবাইয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ গড়েছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ ফাইনালে নাম লেখাতে চেন্নাই সুপার কিংসের দরকার ১৭৩। টস হেরে ব্যাট করতে নামা দিল্লিকে উড়ন্ত সূচনা দিয়েছিলেন পৃথ্বি শ। কিন্তু মারমুখী ব্যাটিংয়ের পরও সতীর্থদের ব্যর্থতায় দলের রানের গতি প্রত্যাশামতো বাড়াতে পারেননি এই ওপেনার।
৩৪ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন পৃথ্বি। ১১তম ওভারে তিনি যখন সাজঘরে ফিরছেন, ৪ উইকেটে ৮০ রান দিল্লির। এরপর রানের গতি অনেকটাই কমে যায় দলটির।
১০ থেকে ১৫ ওভার পর্যন্ত মাত্র ৩৫ রান তুলতে পারে দিল্লি। তবে রিশাভ পান্ত আর সিমরন হেটমায়ার এরপর দারুণ ব্যাটিংয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন। ৫০ বলে ৮৩ রানের ঝড়ো জুটি গড়েন তারা।
শেষ পর্যন্ত দলীয় ইনিংসের ১০ বল বাকি থাকতে আউট হয়েছেন হেটমায়ার। ২৪ বলে তার উইলো থেকে আসে ৩৭ রান। ৩৫ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন পান্ত। চেন্নাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জস হ্যাজলেউড। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন এই পেসার।
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, স্রেয়াশ আইয়ার, সিমরন হিতমায়ার, আক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, টম কুমারন, কাগিসো রাবাদা,আভিষ খান, আনরিচ নর্টজে।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজলউড।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত