বাংলাদেশ-নেপাল ম্যাচ ড্র
শুরুতেই এক গোলে এগিয়ে থাকলেও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ দল। ম্যাচের ৯ মিনিটের মাথায় সুমনের গোলে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। বিপরীতে নেপালের আক্রমণে একটু চাপে থাকে বাংলাদেশ। শেষ মুহূর্তে এক গোল করে নেপাল। আর এতে ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
বুধবার মালদ্বীপ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ওঠে দুদল। বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকা নেপাল অবশ্য প্রথমার্ধ্বে ১-০ গোল ব্যবধানে পিছিয়ে পড়ে। ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রাখে নেপাল। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় ফিরেছে নেপাল।
দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরই অনেকটাই বিপাকে পড়ে বাংলাদেশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত