আগামী ৫ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে: জাপানি রাষ্ট্রদূত

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২১, ১১:৪৯  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২১, ১১:৪৯

উন্নয়নের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী ৫ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে বলে মনে করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া টেকসই উন্নয়নে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নতুবা বোঝায় রূপ নিতে পারে এই ঋণ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত সভায় এ কথা বলেন জাপানের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ নিশ্চিতভাবেই আলো ছড়াবে ও নিজেদের রূপান্তর ঘটাবে। তবে এ জন্য তাদের এখনও অনেক পরিশ্রম চালিয়ে যেতে হবে। এখানে সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কোম্পানিগুলো এখন চীনের বাইরেও বিনিয়োগের জায়গা খুঁজছে, একবার যদি ভালো অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে কোম্পানিগুলো এখানে এসে বিনোয়গ করবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

জাপানি রাষ্ট্রদূত আরও জানান, গত জুলাই ও আগস্টে জাপান বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার দেয় এছাড়া আগামী নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও টিকা উপহার দেবে।

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত