সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, আরও বাড়বে তাপমাত্রা

| আপডেট :  ১৭ মে ২০২১, ১১:১৭  | প্রকাশিত :  ১৭ মে ২০২১, ১১:১৭

মৌসুমের ষষ্ঠ তাপপ্রবাহ চলছে। এর ফলে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ছে। বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে উঠছে। ফলে চলতি সপ্তাহের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। সোমবার (১৭ মে) যশোরে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ক্রমান্বয়ে তাপমাত্রা আরও বাড়ার আভাস রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপ আরোও ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, আরও শক্তি সঞ্চয় করলে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আবর সাগরে ইতোমধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে রয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, আগামী পাঁচদিনের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

তিনি জানান, বর্তমানে আবহাওয়া যে অবস্থায় রয়েছে এতে মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত