টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে ওমান

| আপডেট :  ১৭ অক্টোবর ২০২১, ০৪:৩৮  | প্রকাশিত :  ১৭ অক্টোবর ২০২১, ০৪:৩৮

শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমান-পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে প্রথম পর্বের লড়াই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। আজ রোববার বিকেল ৪টায় ওমানের আল-আমেরাত স্টেডিয়ামে দুই দলের মধ্যকার লড়াই শুরু হবে। টসে জিতে বোলিং নেওয়ার কারণ হিসেবে ওমান অধিনায়ক বলেন, আমিরাতের উইকেটটা বেশ শুকনো। বেশ কজন রিস্ট স্পিনার আছেন দলে, গরমে তাদের ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও সন্ধ্যার দিকে তাপমাত্রার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরাও ভালো সুবিধা পাবেন।

ওমান একাদশ :

যতিন্দর সিং, খাওয়ার আলি, আকিব ইলিয়াস, জিশান মাকসুদ (অধিনায়ক), কাশাপ প্রজাপতি, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, স্বন্দ্বীপ গোউদ, কলিমুল্লাহ ও বিলাল খান।

পাপুয়া নিউ গিনি একাদশ:

আসাদ ভালা (অধিনায়ক), টনি উরা, চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, সেসে বাউ, সিমন আতাই, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), ড্যামিয়েন রাভু, কবুয়া ভাগি মোরেয়া।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত