বিশ্বকাপ মঞ্চে নামিবিয়ার প্রথম জয়
বিশ্বকাপ মঞ্চে চমক দেখিয়ে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা ডাচদের পাত্তাই দিল না নবাগত নামিবিয়া। ডাচদের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া। প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তা পায়নি। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নবাগত দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে দাপুটে খেলেই। আজ (বুধবার) আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে এক ওভার আর ৬ উইকেট হাতে রেখেই হারিয়েছে নামিবিয়া।
ডেভিড উইজ ৪০ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় খেলেন ম্যাচ জেতানো ৬৬ রানের হার না মানা ইনিংস। এর আগে বল হাতেও ৪ ওভারে ৩২ রানে একটি উইকেট নিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে শুরু করে নামিবিয়া। স্টিফেন বার্ড আর জেন গ্রিন ২৭ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৩২ রান। ১২ বলে ১৫ করে গ্রিন ফিরলে ভাঙে এই জুটি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় নেদারল্যান্ডস। স্টিফেন মাইবার্গ আর ম্যাক্স ও’দাউদ ৩৪ বলে দলকে এনে দেন ৪২ রান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত