আইরিশদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিল শ্রীলঙ্কা

| আপডেট :  ২০ অক্টোবর ২০২১, ১১:১৯  | প্রকাশিত :  ২০ অক্টোবর ২০২১, ১১:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা নিধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে।

ব্যাটিং করতে নেমেই জশুয়া লিটলের বোলিং তোপে মাত্র ৮ রানেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরই পাল্টা আক্রমণ করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পাথুম নিসাঙ্কা। চতূর্থ উইকেটে দুজনে গড়েন ১২৩ রানের জুটি। হাসারাঙ্গা ৪৭ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া নিসাঙ্কা ৪৭ বলে ৬১ রান করেন। শেষ দিকে ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক দাসুন শানাকা।

আইরিশ পেসার জশুয়া লিটল ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া মার্ক এডায়ার ২টি উইকেট লাভ করেন।

‘এ’ গ্রুপের এই দুই দলই একটি করে জয় পেয়েছে। শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে নামিবিয়াকে। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। তাই আজ যে দল জিতবে, সুপার টুয়েলভ তাদের অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত