বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন পাপুয়া নিউগিনির অধিনায়ক
প্রথম দুই ম্যাচে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পাপুয়া নিউগিনির। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় টাইগারদের বিপক্ষে ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। ৮৪ রানে পরাজয়ের মধ্য দিয়ে পিএনজির বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়।
এদিন খেলা শেষে পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা বলেন, বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে আমরা তাদের একটু চাপের মধ্যে রাখতে পেরেছি। পাওয়ার প্লেতে ৪০/১ রানে তাদের আটকিয়ে ছিলাম। কিন্তু ইনিংসের শেষ দিকে তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা চাপের কারণে ডেথ ওভারে ভালো বোলিং করতে পারিনি।
তিনি আরও বলেন, বড় দলগুলোর বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে হলে আমাদের আরও ভালো খেলার উপায় খুঁজে বের করতে হবে। আমরা চাপের মধ্যে আমাদের দক্ষতা বাস্তবায়ন করতে পারিনি। আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত