নামিবিয়াকে ১২৬ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

| আপডেট :  ২২ অক্টোবর ২০২১, ০৫:৫৭  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২১, ০৫:৫৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষদিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ১২৬ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। উড়ন্ত সূচনার পরও প্রত্যাশিত পুঁজি পেলো না আয়ারল্যান্ড। হঠাৎ তাদের চেপে ধরেন নামিবিয়ার বোলাররা। শেষ ৫ ওভারে মোটে ৩০ রানই যোগ করতে পারে আইরিশরা, হারায় ৫ উইকেট। সবমিলিয়ে শারজায় ৮ উইকেটে ১২৫ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। অর্থাৎ জিততে হলে নামিবিয়াকে করতে হবে ১২৬ রান। দুই দলেরই বাঁচা-মরার লড়াই। জিতলে সুপার টুয়েলভে, হারলে বাদ। এমন এক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুটা হয় দারুণ।

পল স্টারলিং আর কেভিন ও’ব্রায়েন উদ্বোধনী জুটিতেই দলকে এনে দেন উড়ন্ত সূচনা। পাওয়ার প্লে’র ৬ ওভারে তারা তোলেন ৫৫ রান। ৪৪ বলে ৬২ রানের এই জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন নামিবিয়ার স্পিনার বার্নার্ড স্কলজ। ২৪ বলে ৩৮ রানে লংঅনে ক্যাচ হন স্টারলিং।

সঙ্গী হারিয়ে ও’ব্রায়েনও বেশিক্ষণ টিকতে পারেননি, ২৪ বলে ২৫ করে জ্যান ফ্রাইলিংকের বলে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে।

অল্প সময়ে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে রানের গতি কমে যায় আইরিশদের। গ্যারেথ ডেলানি ১৮ বলে মাত্র ৯ রান করে সাজঘরের পথ ধরেন। ২৮ বলে ২১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।

প্রথম তিন ব্যাটসম্যানের পর আয়ারল্যান্ডের কেউ দশের অংকও ছুঁতে পারেননি। নামিবিয়ার বোলাররা শেষ ১০ ওভারে খরচ করেন মাত্র ৫৪ রান। ফলে দারুণ শুরুর পরও আইরিশদের থামতে হয়েছে মাত্র ১২৫ রানে। জ্যান ফ্রাইলিংক ২১ রান খরচায় নেন ৩টি উইকেট। ২২ রানে ২ উইকেট শিকার ডেভিড ওয়াইজের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত