সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সূচি

| আপডেট :  ২২ অক্টোবর ২০২১, ০৬:৪৫  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২১, ০৬:৪৫

পাপুয়া নিউ গিনির সঙ্গে জয়ের পর বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেছে। একই গ্রুপের শেষ ম্যাচে ওমানকে হারিয়ে শীর্ষদল হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। ‘বি’ গ্রুপে রানার্সআপ হওয়ায় মূল পর্বে বাংলাদেশকে খেলতে হবে ‘এক’ নম্বর গ্রুপে। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম পর্বের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়নকে। গ্রুপ এতে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট এবং রান রেটে সবার উপরে থাকা শ্রীলঙ্কাই হতে পারে বাংলাদেশের প্রতিপক্ষ।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ গ্রুপ ‘এক’ জায়গা করে নেওয়ায় অনেকের মাঝে স্বস্তির দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে এশিয়ার বাইরের দল বেশি থাকায় লড়াইটা বেশ জমজমাট হতে পারে বাংলাদেশের জন্য। এ ছাড়াও মূল পর্বের প্রথম পাঁচ ম্যাচে দুটি করে শারজাহ, আবুধাবিতে এবং একটি ম্যাচ দুবাইতে হওয়ায় কিছুটা সুবিধা পেতে পারে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট।

যেহেতু বাংলাদেশের মূল পর্বের গ্রুপ নিশ্চিত হয়েছে। সেহেতু আগামী ২৪ অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওইদিন বিকেল ৪টায় গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা দলটির মুখোমুখি হবে টাইগাররা। সে হিসেবে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

একনজরে সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সূচি:

প্রথম ম্যাচ (২৪ অক্টোবর) – বাংলাদেশ বনাম প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম – বিকেল ৪টা

দ্বিতীয় ম্যাচ (২৭ অক্টোবর) – বাংলাদেশ বনাম ইংল্যান্ড – শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – বিকেল ৪টা

তৃতীয় ম্যাচ (২৯ অক্টোবর) – বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম – বিকেল ৪টা

চতুর্থ ম্যাচ (২ নভেম্বর) – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – বিকেল ৪টা

পঞ্চম ম্যাচ (৪ নভেম্বর) – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম – বিকেল ৪টা

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত