শুধুমাত্র টিকা নেওয়া ব্যক্তিরা ওমরাহ পালনের সুযোগ পাবেন

| আপডেট :  ১৮ মে ২০২১, ০১:৪৭  | প্রকাশিত :  ১৮ মে ২০২১, ০১:৪৭

করোনা সংক্রমণ রোধে শুধুমাত্র টিকা নেওয়া ব্যক্তিরা মসজিদুল হারামে ওমরাহ পালন ও নামাজ আদায় করতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্রে এ সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

খবরে জানা যায়, করোনা টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তি ও সুস্থ হয়ে করোনা প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা মসজিদুল হারামে নামাজ ও ওমরাহ আদায় করতে পারবেন।

সৌদি সরকারের অনুমোদিত করোনা টিকা নিয়ে ১৪ দিন অতিক্রমের পর মসজিদুল হারামে ওমরাহ পালন ও নামাজ আদায় করা যাবে। এছাড়াও রমজান মাস উপলক্ষে মসজিদুল হারামে মন্ত্রণালয়ের গৃহীত স্বাস্থ্যবিধি প্রয়োগ অব্যাহত থাকবে।

নির্দিষ্ট পক্রিয়া অনুসরণ করে অ্যাপের মাধ্যমে আবেদন করে ওমরাহ পালন করা যাবে। মাসে প্রত্যেক ব্যক্তি এক বার অথবার দুই বার ওমরাহ পালনের আবেদন করা যাবে।

সূত্র : সৌদি গেজেট

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত