ওয়েস্ট ইন্ডিজের ৪২ রানে ৬ উইকেট

| আপডেট :  ২৩ অক্টোবর ২০২১, ০৮:৫২  | প্রকাশিত :  ২৩ অক্টোবর ২০২১, ০৮:৪৮

বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে ২৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ ওভার শেষে ৬ উইকেটে ৪২ রান। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।এরপর ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৯ রানেই দুই ওপেনারের উইকেট হারায় ক্যারিবীয়রা। লেন্ডন সিমন্সের পর সাজঘরে ফেরেন এভিন লুইস।

মঈন আলীর বলে ক্যাচ তুলে দিয়ে ৩ রান করে ফেরেন সিমন্স। আর ক্রিস ওকসের বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ৬ রান করে ফেরেন লুইস। ব্যাটিং বিপর্যয় এড়াতে মাঠে নেমে ক্রিস গেইলও বেশি সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১৩ রান আউট হন গেইল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত